ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চার মাসের বিবাহিত জীবন অতঃপর বিচেছদ

প্রকাশিত: ১৪:৩৪, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৩৯, ৬ নভেম্বর ২০২৪

চার মাসের বিবাহিত জীবন অতঃপর বিচেছদ

বলিউডে আশির দশকে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা হেলেনা লিউক। তবে পেশাগত জীবন তেমন সফল ছিল না তাঁর। ব্যক্তিগত জীবনেও থিতু হতে পারেননি তিনি। মিঠুনের সঙ্গে মাত্র চার মাসের বিবাহিত জীবন ছিল তার। ১৯৭৯ সালে বিয়ে করেন বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।


হেলেনার বাবা ছিলেন তুরস্কের বাসিন্দা। তাঁর মা ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান খ্রিস্টান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল হেলেনার। বড় পর্দায় অভিনয়ের আগে টানা ন’বছর গুজরাতি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

 বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। বলিপাড়া সূত্রে খবর, রবিবার আমেরিকায় মৃত্যু হয় তাঁর।  দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বলিপাড়ার একাংশের দাবি, হেলেনার সঙ্গে পরিচয়ের আগে মিঠুনের সম্পর্ক ছিল অভিনেত্রী সারিকার সঙ্গে। কিন্তু সেই প্রেমে ধাক্কা খেয়ে নাকি একাকিত্ববোধে ভুগতে শুরু করেছিলেন মিঠুন। তখনই হেলেনার সঙ্গে অভিনেতার পরিচয়, প্রেম এবং পরিণয়।

জাফরান

×