ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

শাহরুখ এর জন্মদিনে বিশেষ সম্মান অস্কার অ্যাকাডেমির

প্রকাশিত: ১০:৫২, ৬ নভেম্বর ২০২৪

শাহরুখ এর জন্মদিনে বিশেষ সম্মান অস্কার অ্যাকাডেমির

‘কভি খুশি কভি গম’ এর আইকনিক দৃশ্য,ছবি: সংগৃহীত

৫৯ বছরে পা রাখলেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান। ২নভেম্বর জন্মদিনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বলি তারকা শাহরুখ খান কে বিশেষ শ্রদ্ধা জানাল অস্কার অ্যাকাডেমি। 

শাখরুখের জনপ্রিয় চলচ্চিত্র ২০০১ সালের মুক্তি পায় ব্লকবাস্টার‘কভি খুশি কভি গম’। অ্যাকাডেমি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে শাখরুখের জনপ্রিয় চলচ্চিত্র ‘কভি খুশি কভি গম’ এর আইকনিক দৃশ্য দেখানো হয়েছে। তাঁর আইকনিক এন্ট্রি দৃশ্যকে শ্রদ্ধা জানাতে অস্কার অ্যাকাডেমি নিখুঁত দিনটি বেছে নিয়েছিল।

ছবিতে রাইচাঁদ ম্যানশনে দীপাবলিতে সেট করা স্মরণীয় দৃশ্যটি শেয়ার করেছে। শাহরুখ অভিনীত রাহুল রাইচাঁদ চরিত্রটি যখন একটি কালো হেলিকপ্টার থেকে মাটিতে পা রাখে, তখন তাঁর মা নন্দিনী রায়চাঁদ (জয়া বচ্চন) চারপাশে যেন তাঁর উপস্থিতি অনুভব করে।

জয়া বচ্চন এগিয়ে যান দরজার দিকে, ঠিক তখনই মা(জয়া বচ্চন)-এর দিকে তাকিয়ে শাহরুখকে হাসতে হাসতে ঢুকতে দেখা যায়। এক আবেগঘন মুহূর্ত চলচ্চিত্রে বিশেষ জায়গা তৈরি করেছে। দৃশ্যের পিছনে চলতে থাকে ‘কভি খুশি কভি গম’-এর থিম মিউজিক। গোটা সিনেমায় অন্যান্য অনেক দৃশ্যের মধ্যে মা ও ছেলের আবেগঘন মুহূর্ত দশকদের নজর কাড়ে। পোস্টের সাথে ক্যাপশনে লেখা আছে, “একজন মায়ের অন্তর্দৃষ্টি সবসময়ই সঠিক।”

সিনেমাটিতে অমিতাভ বচ্চন, কাজল,রানি, কারিনা কাপুর এবং হৃতিক রোশনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।  

অস্কার অ্যাকাডেমি প্রায়শই শাহরুখ খানকে শ্রদ্ধা জানায়। জানুয়ারিতে, তারা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে ‘মেহেন্দি লাগা কে রাখা গানের সিকোয়েন্স’ আপলোড করেছেন। 

শাহরুখ খানকে পরিচালক সুজয় ঘোষের পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে। সেখানে শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে।  

তাজিন

×