সব্যসাচী চক্রবর্তী , ছবি: সংগৃহীত
অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তবে শারীরিক অসুস্থতা নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ৬৮ বছর বয়সী বর্ষীয়ান এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যমে আবারও সেই বিষয় নিয়ে কথা বললেন তিনি।
সব্যসাচী চক্রবর্তী বলেন, শারীরিকভাবে এখন ভালোই আছি, তাই তো শুটিং করছি। তবে এক মাস আগে আমার স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচারের পরই বুকে পেসমেকার বসানো হয়। ডাক্তার জানালেন, তিন মাস বিশ্রামে থাকতে হবে।
কয়েক বছর আগে বাংলাদেশের গণমাধ্যমে অভিনয় থেকে সব্যসাচীর অবসর গ্রহণের খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গ সামনে আসতেই সব্যসাচী চক্রবর্তী বলেন, ওই সময়ে আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়। আমি বলেছিলাম, আর ফেলুদা করব না। কিন্তু লেখা হয় সব্যসাচী চক্রবর্তী আর অভিনয় করবেন না।
এখন কি অবসর নিতে চাইছেন? এ প্রশ্নের উত্তরে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই। অভিনয় ছেড়ে দেবেন বলে প্রায় ২২টি হিন্দি কাজ তিনি ফিরিয়ে দিয়েছেন।
এদিকে অভিনয় থেকে তার অবসরের সিদ্ধান্ত তার স্ত্রী কিছুতেই মেনে নিতে রাজি নন।
শেষে তিনি আর বলেন, তিনি সমাজ মাধ্যমে নেই, কিন্তু তার অনেক ফ্যান পেজ রয়েছে। তারাই তার নামে ভুয়ো কোন সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে দায়িত্ব নিয়ে বন্ধ করায়। তাই সোশ্যাল অ্যাকাউন্ট নেই বলে তিনি কোন অনুশোচনা করেন না।
তাজিন