প্রিয় মালতী’ সিনেমার পোস্টারে মেহজাবীন চৌধুরী
নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছেন দেশের সর্বাধিক দর্শকের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টোর পর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। দুই উৎসবেই দারুণ প্রশংসা কুড়ায় এটি।
এরমধ্যে নতুন সুখবর হলো, তার অভিনীত দ্বিতীয় সিনেমা যাত্রা শুরু করেছে বিশ্বভ্রমণের। প্রথম সিনেমা নিয়ে ভ্রমণ শেষ না হলেও এরমধ্যেই ‘প্রিয় মালতী’ বিশ্ব ভ্রমণের ডাক পেয়েছে অর্থাৎ সম্মানজনক কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ (সিআইএফএফ) এর ৪৫তম আসরে বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
এই উৎসবের ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা’ ক্যাটাগরিতে গোল্ডেন পিরামিড অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগীতা করবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।
এমন খবর উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি গল্পের ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। আমি মনে করি, এটি আমাদের টিম এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য।’
সেইসঙ্গে মুক্তির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আপনারা সবসময় যেমন আমার প্রতিটি কাজে আমার পাশে ছিলেন ‘প্রিয় মালতী’ মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইবো।’
জানা গেছে, উৎসবটির এবারের আসরে বিশ্বের ৭৪টি দেশের ১৯৪টি সিনেমা প্রতিযোগিতা করবে। মিশরের কায়রোতে আসরটির পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর এবং নামবে ২২ নভেম্বর।
এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এরপর গেল অক্টোবরে মাকসুদ হোসাইন পরিচালিত এ সিনেমাটি প্রদর্শীত হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে প্রশংসা পাওয়াকে অনুপ্রাণিত করছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।
ইসরাত