ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোরের জন্মদিন আজ

প্রকাশিত: ১৫:১৬, ৪ নভেম্বর ২০২৪

‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোরের জন্মদিন আজ

এন্ড্রু কিশোর,ছবি: সংগৃহীত

‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত বাংলার জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। ১৯৫৫ সালের চৌঠা নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন। এন্ড্রু কিশোরের পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ।
এন্ড্রু কিশোরের বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ। তার মা ছিলেন সংগীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। তার মায়ের প্রিয় শিল্পীর নামানুসারেই সন্তানের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই সংগীতে পা রাখেন এন্ড্রু কিশোর।

তিনি সংগীত জীবনে গেয়েছেন কয়েক হাজারের বেশি গান। এন্ড্রু কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। তারপর থেকে একের পর এক গান গেয়ে ভক্তাদের মনে আজও জায়গা করে আছেন তিনি। তার জনপ্রিয় গান গুলোর মধ্যে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘সবাইতো ভালোবাসা চায়’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’, ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘চোখ যে মনের কথা বলে’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, এমন অসংখ্য কাল জয়ী গান গেয়েছেন সুর সম্রাট এন্ড্রু কিশোর। শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন।

এন্ড্রু কিশোরের চলে যাওয়ার পর পঞ্চম জন্মদিনে পরিবারের সদস্যরা তাকে স্মরণ করে রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করেন। 

তাজিন

×