ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাইসুন্দরীর জৌলুসে হীনম্মন্যতায় ভুগতেন অভিষেক

প্রকাশিত: ১৩:৩৬, ৪ নভেম্বর ২০২৪

রাইসুন্দরীর জৌলুসে হীনম্মন্যতায় ভুগতেন অভিষেক

ধনকুবের মুকেশ পুত্র অনন্ত আম্বানির বিয়ের আসর থেকে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্য ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে পুরো বচ্চন পরিবার থেকে আলাদা হয়ে ধরা দিয়েছিলেন অ্যাশ।  তাদের এই দূরত্ব দেখেই ভক্তরা আঁচ করেছেন হয়তো ভাঙতে যাচ্ছে রাইসুন্দরীর সংসার। 

অন্যদিকে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের পরকীয়ার গুঞ্জন উঠলেও তা সম্পূর্ন অস্বীকার করেন নিমরত কৌর। কিন্তু গত শুক্রবার ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের নীরবতা তাদের দাম্পত্য দূরত্বের বিষয়টি স্পষ্ট করে দেয় ভক্তদের মাঝে।

ঐশ্বরিয়া-অভিষেকের মধ্যের দূরত্ব, তাদের ভাঙনের কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গুঞ্জন রটেছে, ঐশ্বরিয়ার সাফল্যে হীনম্মন্যতাতে ভুগতেন অভিষেক। কিছু ছবিতে তার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন স্ত্রী ঐশ্বরিয়া। অভিষেকের দেওয়া একটি সাক্ষাৎকারের ভিত্তিতেই এই আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে উপস্থাপক বলিউডের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে, উত্তরে অভিষেক বলেন, তার জীবনের দুই গুরুত্বপূর্ণ নারী অর্থাৎ জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গা তৈরি করেছেন। চলচ্চিত্র–দুনিয়ায় অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের ব্যবধান নিয়ে বহু আলোচনা হয়। ৯টি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তার মধ্যে আটটিতেই ঐশ্বরিয়া আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।’

অভিষেক এবং ঐশ্বরিয়া ‘কুছ না কহো’, ‘গুরু’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘রাবণ’, ‘উমরাও জান’ সিনেমায় পর্দা ভাগ করেছেন। বর্তমানে মেয়েকে নিয়েই বেশি ব্যস্ত সময় পার করেছেন অ্যাশ।


 

তানজিলা

সম্পর্কিত বিষয়:

×