ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দর্শকনন্দিত সিরিজ ‘গেম অব থ্রোনস’ আসতে চলেছে সিনেমার মোড়কে

প্রকাশিত: ১৪:৩৪, ৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৩৮, ৩ নভেম্বর ২০২৪

দর্শকনন্দিত সিরিজ ‘গেম অব থ্রোনস’ আসতে চলেছে সিনেমার মোড়কে

গেম অব থ্রোনস নিয়ে সিনেমা নির্মাণের কাজ শুরু হয়েছে বলে একটি প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস।

গেম অব থ্রোনস নামক জনপ্রিয় এই ড্রামা অন-এয়ার হয় ২০১১ সাল এবং শেষ হয় ২০১৯ সালে। এরপর নাটকটির প্রিক্যুয়েল তৈরি হলেও, মূল সিরিজের জনপ্রিয়তা এখনও কমেনি।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির প্রযোজনায় আছে ওয়ার্নার ব্রোস। সবকিছু এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও প্রকল্পটির সঙ্গে কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার যুক্ত হননি।

এর আগে, ২০১৪ সালেওগেম অব থ্রোনস’ নিয়ে সিনেমা নির্মাণের আলোচনা হয়েছিল। সিরিজটির লেখক জর্জ আর আর মার্টিন এটি নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করলেও, টিভি চ্যানেল এইচবিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।

তবে ঘুরেফিরে আবার সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।

সম্পর্কিত বিষয়:

×