ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিত্য পুরান নাটকের প্রদর্শনী পণ্ড

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৩ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৮, ৩ নভেম্বর ২০২৪

অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিত্য পুরান নাটকের প্রদর্শনী পণ্ড

অনাকাক্সিক্ষত ঘটনায় পণ্ড হলো নাট্যদল দেশনাটকের জনপ্রিয় প্রযোজনা নিত্য পুরানের প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় নাটকটির মঞ্চায়ন চলছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজনাটির প্রদর্শনী বন্ধ রাখতে রাধ্য হয় দেশনাটক। নাট্যদলটির একজন সদস্য বর্তমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এই অভিযোগে একদল বিক্ষোভকারীর চাপের মুখে থেমে যায়  নাটকটির মঞ্চায়ন। এসময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ মঞ্চে এসে  দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই প্রদর্শনী চালালে তারা (বিক্ষোভকারীরা) হল জ্বালিয়ে দেবে। কিছু করার নেই। একপর্যায়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে আমি লজ্জিত’  বলে মঞ্চ ত্যাগ করেন।

এ বিষয়ে নিত্য পুরান নাটকের রচয়িতা ও দেশনাটকের অন্যতম সংগঠক মাসুম রেজা জনকণ্ঠকে বলেন,  বিক্ষোভের নামে  ২০ থেকে ২৫ জন জন ব্যক্তির অনাকাক্সিক্ষত আচরণের কারণে প্রদর্শনীটি মাঝপথে পণ্ড হয়েছে। এই বিক্ষুব্ধরা কেউ নাটকের লোক নন। এমনকি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত কোনো সংগঠনের সদস্য নয়। তারা আমাদের দলের এক সদস্যের বিরুদ্ধে বর্তমান সরকারের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অজুহাতে এই ঘটনা ঘটিযেছে। পুরো বিষয়টি আমাদের দলসহ সকল মঞ্চশিল্পীদের মর্মাহত করেছে। এতে  করে আমরা নাটকের দর্শক হারালাম। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হলো থিয়েটার চর্চা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা নাটকের প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছি। 
এদিকে প্রদর্শনীর পূর্বে  দেশনাটকের মুখ্য পরিষদের সদস্য সচিব এহসানুল আজিজ বাবুর বিরুদ্ধে নাট্যশালার গেটের সামনে একদল মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। তারা জাতীয় নাট্যশালার মূল ফটকের বাইরে একটি ব্যানার টাঙিয়ে  স্লোগান দিতে থাকে।

রাজু

×