ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

’তুফান’ নিয়ে পাকিস্তানে শাকিব খানের সাফল্যের যাত্রা

প্রকাশিত: ২২:৫৫, ২ নভেম্বর ২০২৪

’তুফান’ নিয়ে পাকিস্তানে শাকিব খানের সাফল্যের যাত্রা

এবার পাকিস্তানের দর্শদের কাছে পৌঁছে গেল শাকিব খানের জনপ্রিয় সিনেমা ‌‘তুফান’। পাকিস্তানের ৪২টি সিনেমা হলে গেল ১ নভেম্বর থেকে মুক্তি পেয়েছে সিনেমাটি।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বরে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।পাকিস্তানের দর্শক সিনেমাটি উর্দু ডাব করা সংস্করণে উপভোগ করতে পারছেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় উর্দুতে ট্রেলার প্রকাশিত হলে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে মুক্তির পর কেমন চলছে সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।

এই চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে সফলতা অর্জন করেছে। এবার পাকিস্তানের বাজার থেকেও বড় সংগ্রহের স্বপ্ন দেখা হচ্ছে।
পরিচালক রায়হান রাফী জানান, আজকালের মধ্যেই পাকিস্তানের বক্স অফিসে তুফানের রিপোর্ট পাওয়া যাবে। তার প্রত্যাশা সিনেমাটি পাকিস্তানে বেশ ভালো ব্যবসা করবে।

রাজু

×