শহীদুজ্জামান সেলিম ও রুনা খান
নিম্নবিত্ত একটি পরিবারের গল্প। যে পরিবারে অভাব নিত্যসঙ্গী। সেই পরিবারের সন্তান বিক্রির গল্প নিয়ে নতুন সিনেমা ‘লীলা মন্থন’। সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও রুনা খান। সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন জাহিদ হোসেন।
চার মাস ধরে ঢালিউডে কমেছে নতুন সিনেমার খবর। নেই তেমন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর। বাতিল হয়েছে একের পর এক শুটিং। সেখানে নতুন এই সিনেমা নিয়ে দ্রুত শুটিংয়ে যেতে চান পরিচালক।
জাহিদ হোসেন বলেন, মানবিক সম্পর্কের গল্প নিয়েই ‘লীলা মন্থন’। ব্যক্তিগত জীবনে মানুষ বিভিন্ন সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এমন সময় পরিবারের একটি ভুল সিদ্ধান্ত নিয়ে এর গল্প। যে গল্পে ভুক্তভোগী রুনা খান। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সেলিম। তিনিই মূলত দালাল চরিত্রে অভিনয় করবেন।
এর আগে ‘মেঘমল্লার’, ‘বাপজানের বায়স্কোপ’সহ বেশ কিছু সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ‘চোরাবালি’তে প্রধান খল চরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন পর এবারও তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে। সেলিম বলেন, ‘বেশ আগেই সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আগস্টে শুটিং করার কথা ছিল। পরে দুই মাস পিছিয়ে নভেম্বরে শুটিং করছি।’
এর আগে ‘ফ্যামিলী ক্রাইসিস’ নাটকে দেখা গিয়েছিল শহীদুজ্জামান সেলিম ও রুনা খানকে।
ইসরাত