ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমিরের প্রশংসায় পঞ্চমুখ টম হ্যাঙ্কস

প্রকাশিত: ১১:১২, ২ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:১৭, ২ নভেম্বর ২০২৪

আমিরের প্রশংসায় পঞ্চমুখ টম হ্যাঙ্কস

টম হ্যাঙ্কস ও আমির খান। ছবি : সংগৃহীত

অনেক কিছু ঘটে গেছে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আমির খান যখন ঘোষণা দেন, কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি করবেন; চমকে গিয়েছিল ভক্তরা। পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। সিনেমাটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়ার পাল্লাই ভারি ছিল।

আরও পড়ুন: গান নিয়েই ব্যস্ত সালমা

দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয় এ সিনেমায় আমির খানের অভিনয়ও। সিনেমার ব্যর্থতার পরে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস এবার প্রশংসায় ভাসালেন আমিরকে।লাল সিং চাড্ডায় অনেক ভুল করেছেন, পরবর্তী সময় এটা নিজেও বুঝতে পেরেছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ সিনেমায় কিছু ভুল ছিল, সে কারণে দর্শক সিনেমাটি পছন্দ করেননি। আমি আমার পারফরম্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তবে পুরো সিনেমায় তা ধরে রাখতে পারিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার ঘাটতি ছিল। এটা আমার জন্য বড় শিক্ষা।’

তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস। সিনেমাটি তিনি দেখেছেন। তাঁর মতে, ফরেস্ট গাম্পের রিমেকে আমির খান অনেক ভালো করেছেন। সিনেমাটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন টম হ্যাঙ্কস।

টম হ্যাঙ্কসের নতুন সিনেমা ‘হেয়ার’ মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এতে তিন দশক পর একসঙ্গে অভিনয় করেছেন ফরেস্ট গাম্পের জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট। হেয়ারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আমির খান অভিনীত ফরেস্ট গাম্পের রিমেকটি তিনি দেখেছেন কিনা!

সম্প্রতি জুমের সাক্ষাৎকারে টম হ্যাঙ্কস বলেন, “আমি সিনেমাটি দেখেছি।

অসাধারণ। সিনেমার ওপর কিভাবে সিনেমা বিস্তৃত হয়, এটা তার নজির। শুধু নির্মাতা বা সংস্কৃতির পার্থক্য নয়, সিনেমার মধ্যকার পার্থক্য এবং সামঞ্জস্যগুলোও দেখুন। আমি মনে করি, নানাভাবে তারাও (বলিউড) জীবনের একই বন্দনা করে যাচ্ছে, তবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। সুতরাং এটাকে উদযাপন করা উচিত।
‘লাল সিং চাড্ডা’ দেখা আমার জন্য গৌরবময় অভিজ্ঞতা।”

‘ফরেস্ট গাম্প’-এ নাম ভূমিকায় অভিনয় করে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন টম হ্যাঙ্কস। হলিউড বক্স অফিস রিপোর্ট অনুসারে, ১৯৯৪ সালে সিনেমাটি ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৭০০ কোটির বেশি আয় করেছিল ফরেস্ট গাম্প।
 

টুম্পা

সম্পর্কিত বিষয়:

×