.
বাংলাদেশের নাট্যাঙ্গনে এক নামে পরিচিত বান্টি। তার পুরো নাম হারুন রশীদ বান্টি। ২০১৪ সালে আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায় অভিনয় করার পর থেকে তিনি বান্টি নামেই পরিচিত। এরপর আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত ‘হতেও পারে নাও হতে পারে’ বান্টি অভিনীত প্রথম নাটক। গতকাল যখন তার সঙ্গে কথা হচ্ছিল তখন তিনি শুক্রবার সজীব চিশতি পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবু ডুবু’র শূটিংয়ে অংশ নিয়েছিলেন শুক্রবার। কথায় কথায় তিনি জানালেন, মোহিন খান, আদিফ হাসান, নাজমুল রনি, ইমরাউল রাফাত, মাবরুর রশীদ বান্নাহ, রাকেশ বসু, রাফাত মজুমদার রিংকু, ফরিদুল হাসানসহ আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকে কাজ করেছেন।
অভিনয় জীবন শুরু করার আগে দশ বছর ফাহিম মিউজিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বান্টি বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তিনি প্রথম আরিফ রহমানের পরিচালনায় রেডিয়েন্ট বিল্ডার্স লিমিটেডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এরপর পারটেক্স, নাম্বার ওয়ান চা, রবিসহ আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সাইদুল ইসলাম রানার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয়ে দিন দিন ব্যস্ত হয়ে উঠার কারণে ২০২০ সালে ফাহিম মিউজিকের চাকরি ছেড়ে পুরোদমে অভিনয়েই ব্যস্ত হয়ে ওঠেন বান্টি। বান্টি বলেন, প্রথম প্রথম যখন নাটকে ও সিনেমায় অভিনয় করতাম, তখন কেমন যেন ঈদ ঈদ মনে হতো। আর এখনতো অভিনয়ই আমার পেশা, অভিনয়ই আমার ভালোবাসা, অভিনয়েই আমার চেঁচে থাকা।
অভিনয়ই আমি ভীষণ উপভোগ করি। খুব ভালো লাগে অভিনয় করতে। আজীবন আমি অভিনয়ই করে যেতে চাই। কারণ অভিনয় ছাড়া তো আর কিছু পারি না। তাই অভিনয়ের মাঝেই আনন্দ খুঁজে পাই। আর কিছু কথা না বললেই নয়, আমাদের নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আরও ভালো লাগে মনিরা মিঠু আপার সঙ্গে অভিনয় করতে। পরিচালকদের মধ্যে মোহিন খানের সঙ্গে কাজ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।