দুদিন আগেই অভিষেক বচ্চন তাঁর আসন্ন ছবির একটি ছোট ভিডিও প্রকাশ পায়। এবার প্রকাশ্য়ে এল অভিনেতার ফার্স্ট লুক।
ছবিতে একেবারে অন্যরকম লুকে দেখা যায় অভিষেককে। খালি গায়ের উপর চড়ানো শুধু একটা হাউস কোট এবং প্রিন্টেট শর্টস। ভুঁড়ির উপর সার্জারির দাগ।
ক্যাপশনে লেখা, 'বলার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু একটা ছবি হাজার শব্দ বলে দেয়।'
ছবির নাম 'আই ওয়ান্ট টু টক'। পরিচালক সুজিত সরকারের এই ছবি ২২ নভেম্বর মুক্তি পেতে চলেছে।
দুদিন আগেই অভিষেক ছবির একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে না, গাড়িতে রাখা একটি ছোট্ট পুতুলকে দেখা যাচ্ছে। ভিডিয়োর নেপথ্যে শোনা যাচ্ছে অভিষেকের গলা। তিনি বলছেন, 'আমি শুধু কথা বলতেই ভালোবাসি না। আমি কথা বলার জন্যই বাঁচি। আমার কাছে এটাই বাঁচা ও মরার মূল ফারাক। যাঁরা জীবিত তাঁরাই কথা বলতে পারেব, মৃতরা পারেন না'।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা এরকম সবাই একজন মানুষকে চিনি, যিনি কথা বলতে ভালোবাসেন। এটি এমন এক মানুষের গল্প, যাঁর জীবনে যাই হোক
রাজু