গ্যাঁড়াকল
সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র নিয়ে গ্রন্থিক নাট্যগোষ্ঠীর অষ্টম প্রযোজনা নাটক ‘গ্যাঁড়াকল’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা। নাটকটির সপ্তম মঞ্চায়ন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়। নাট্যকার নির্দেশক ও দলীয় প্রধান মতিউর রহমান রানা বলেন, গণমানুষের যাপিত জীবন এবং সেই জীবনের টানাপোড়েন নাটক ‘গ্যাঁড়াকল’।
দৃশ্যমান বাস্তবতা এবং নেপথ্যের ক্ষমতাধর মানুষের ভূমিকাকে চিনতে চাওয়া ও চিনিয়ে দেওয়ার নাটকটি সব সময়ের দর্পণ বলেই বিশ্বাস। তিনি বলেন, পান্থজনের জীবনের গল্পে চলে আসে প্রকৃত জনপদের মতোই বন্ধুর স্বার্থপরতা, ভুল বোঝাবুঝি এবং স্বার্থের দ্বন্দ্ব। আবার বন্ধুর বিরহে মনস্তাত্তিক নিপীড়ন, কতকটা প্রেম আর ঈর্ষার। প্রকৃতির এই সহজ-সরল মানুষগুলো তাদের কর্মের মাঝে সৎ ও অবিচল। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও তারা অসৎ রাজনৈতিক নেতা দ্বারা প্রভাবিত হতে বাধ্য।
এ রকমই সামান্য ঘটনা থেকেই বিবাদে জড়িয়ে পড়ে গ্রামের সহজ-সরল, খেটেখাওয়া মানুষগুলো। ঘটনা সাধারণ কিন্তু এক সময় তা হয়ে ওঠে অসাধারণ। নাটকটির অভিনয় শিল্পীরা হলেন দেওয়ান হুমায়ুন কবির রিপন, মাসুদুর রহমান, তানিশা ইসলাম সানা, আজমেরী আজমি জ্যোতি, এজাজ হাসান, আরিয়ান আবীর, টুটুল আহমেদ রুদ্র, চান মিয়া সিকদার, রাজু, সুলতান মাহমুদ, মজিবর রহমান প্রমুখ।