ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সম্মাননা স্ত্রীকে উৎসর্গ করলেন সুব্রত

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ৩১ অক্টোবর ২০২৪

সম্মাননা স্ত্রীকে উৎসর্গ করলেন সুব্রত

গুণী প্রযোজক সুব্রত দে

গুণী প্রযোজক সুব্রত দে। তার প্রযোজনায় বাংলাভিশনে বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে সাধু সংগীত, দিন প্রতিদিন, আরএফএল রান্নায় ঐতিহ্য, প্রতিদিনের ইফতার, হামদর্দ মজাদার ইফতার, সেফ কিচেন, লাল গোলাপসহ বিভিন্ন দর্শকপ্রিয় অনুষ্ঠান। বিগত পাঁচ বছর যাবত বাংলা ভিশনে নিয়মিত প্রচার হচ্ছে তার প্রযোজনায় আমাদের রান্নাঘর অনুষ্ঠানটি। রান্না বিষয়ক অনুষ্ঠান নির্মাণ তথাপি প্রযোজনার জন্য শ্রেষ্ঠতর পুরস্কার পেলেন সুব্রত দে।

২০১৪ সালে বাংলাভিশনে একজন সহকারী প্রযোজক হিসেবে কক্সবাজারের সন্তান সুব্রত দের যাত্রা শুরু হয়। এখন তিনি এই চ্যানেলের সিনিয়র প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত কুকিং অ্যাসোসিয়েশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি। সুব্রত দে বলেন, যে কোনো সম্মাননাই একজন মানুষকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, দায়িত্ব বাড়িয়ে দেয় আরো ভালো ভালো কাজ করার। আমার দায়িত্ব সবসময়ই যথাযথভাবে পালন করার চেষ্টা করি।

কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি আপা ও সাধারণ সম্পাদক মেহেরুন নেসা আপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই সম্মাননায় ভূষিত করায়। আর আমার স্ত্রী অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমাকে সবসময় ভালো ভালো অনুষ্ঠান নির্মাণে অনুপ্রেরণা দেবার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এই সম্মাননাটি আমি স্বর্ণলতা দেবনাথকে উৎসর্গ করছি।

×