সংশোধন আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইনে। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ পরিবর্তিত হয়ে নতুন আইন আসবে। এ লক্ষ্যে প্রস্তাবিত সংশোধিত খসড়া আইন জনমত যাচাইয়ের জন্য আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ লক্ষ্যে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জনমত যাচাইয়ের মাধ্যমে সকল অংশীজনের কাছ থেকে গঠনমূলক মতামত/পরামর্শ প্রদানের আহ্বান জানিয়েছে একাডেমি।
আইনটির বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উক্ত সংশোধিত খসড়া আইনের উপর সকল শিল্পী, কলাকুশলী, শিল্পবোদ্ধা, সংস্কৃতিসেবী, গবেষক, সাংবাদিকসহ সর্ব সাধারণের কাছ থেকে মতামত/পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে। মতামত/পরামর্শ প্রদান করে আইনের সংশোধন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিল্পকলা একাডেমি গঠন করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।
আইন সংক্রান্ত সকলের মতামত একাডেমির ই-মেইলে [email protected] পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রাজু