ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রেক্ষাগৃহে দেখানোর অনুমতি পেল দীঘির বিয়ে

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ৩১ অক্টোবর ২০২৪

প্রেক্ষাগৃহে দেখানোর অনুমতি পেল দীঘির বিয়ে

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। এখন মাঝে মাঝে তার বিয়ের খবরে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যমে। কয়েক মাস আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির হাতে বিয়ের কার্ড দেখে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এবার প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। বিয়ের আয়োজনটি প্রেক্ষাগৃহে করার জন্য সার্টিফিকেশন বোর্ডের অনুমতির অপেক্ষায় ছিলো পরিবারের সদস্যরা। এবার পাওয়া গেল সেটিও। এর ফলে দীঘির বিয়ের আনুষ্ঠানিকতায় আর কোনও বাধা রইল না। অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। ৩০ অক্টোবর বিকেলে মুক্তির ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানায় নির্মাতা পক্ষ। এটি মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি সিনেমা। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানাতে নারাজ এর প্রযোজক রেদওয়ান রনি। তিনি জানান, মুক্তির সার্টিফিকেট হাতে পেয়েছেন মাত্রই। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে প্রার্থনা ফারদীন দীঘি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ। এতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে দীঘিকে। দীঘি বলেন, সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে। এ সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ফরগেট মি নট’। যার সবগুলোই সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সেজন্যই সমালোচনা উঠেছে এই বলে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওটিটি কনটেন্ট হয়েও সেটিকে বড় পর্দার সিনেমা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যা সিনেমা শিল্পের জন্য ক্ষতিকর চর্চা বলেও মনে করছেন অনেকে।
-পাÐে
 

এসআর

×