ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সাত বছর চেষ্টার পর ,মোদীকে করতে পারলেন বিয়ের অতিথি

প্রকাশিত: ১৭:০১, ৩১ অক্টোবর ২০২৪

সাত বছর চেষ্টার পর ,মোদীকে করতে পারলেন বিয়ের অতিথি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার দেখা গেল এক হিরা ব্যবসায়ীর ছেলের বিয়েতে।সুরাতের এক নামকরা হিরা ব্যবসায়ী সাবজি ঢোলকিয়া ইনস্টাগ্রামের পাতায় প্রধানমন্ত্রীর সঙ্গে পুত্র দ্রব্য ঢোলকিয়া এবং পুত্রবধূ জাহ্নবীর ছবি দিয়েছেন। আলাদা একটি পোস্টে সাবজি লিখেছেন, প্রধানমন্ত্রী অতিথি হিসাবে পাওয়া তাঁর সাত বছরের পরিশ্রমের ফসল। সাত বছর ধরে সুরতের দুধালা গ্রামের চাষীদের জলের সমস্যা দূর করার জন্য একটি জলাধার তৈরি করার পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকরছিলেন তিনি। যেখানে ৯৪ কোটি লিটার জল ধরা থাকবে। সুরাতের ওই জলাধারের কাজ এ বছরই সম্পূর্ণ হয়। ওই জলাধারের নাম  ভারতমাতা সরোবর। তার উদ্বোধনের জন্য যখন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যেয়ে ছেলের বিয়ের জন্যও নিমন্ত্রণ করেন এবং সেই নিমন্ত্রণ রক্ষা করেছেন মোদী।

কিছু দিন আগেই দেশের ধনীশ্রেষ্ঠ মুকেশ অম্বানীর ছোট ছেলের বিয়েতে অতিথি হিসাবে গিয়েছেন।

 

জাফরান

×