ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সারা যখন প্রেমিকা!

প্রকাশিত: ১৬:০৫, ৩১ অক্টোবর ২০২৪

সারা যখন প্রেমিকা!

সারা আলী খান। ফাইল ফটো

বলিউড অভিনেত্রী সারা আলী খান। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় তিনি। প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছেন একাধিক অভিনেতার সঙ্গেও। এবারও ছড়িয়েছে তার প্রেমের গুঞ্জন। কার সঙ্গে প্রেম!

সংবাদ মাধ্যমটি সারার সঙ্গে ভারতের কেদারনাথে ঘুরতে যাওয়া এক তরুণের ছবি শেয়ার করে শিরোনাম করে, ‘কেদারনাথে সারা আলী খানের সঙ্গে দেখা কে এই তরুণ?’ এরপরই শুরু হয় আলোচনা, প্রশ্ন ওঠে কার সঙ্গে প্রেম করছেন সারা! 

জানা গেছে, কেদারনাথে সারা আলী খানের সঙ্গে ছবির সেই তরুণ কোনো অভিনেতা নয়। তিনি একজন ভারতীয় রাজনৈতিক নেতার ছেলে। যার সঙ্গে ইতোমধ্যেই ভারতের বিভিন্ন শহরে ঘুরতে গিয়েছেন। যেই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও শেয়ার করেন এই নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা যায়, সারার সঙ্গে ছবির এই ব্যক্তির নাম অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ার পুত্র।

বলিউডে ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর সারা একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে তার একটিও টিকেনি।

সূত্র: অন ইান্ডয়া

এসআর

×