ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ক্যাটরিনার কোটি টাকার পোশাক!

প্রকাশিত: ০১:৩১, ৩১ অক্টোবর ২০২৪

ক্যাটরিনার কোটি টাকার পোশাক!

সম্প্রতি তাকে এক অনুষ্ঠানে দেখা গেল একটি ডেনিমের ম্যাক্সি ড্রেস পরে হাজির হতে। খোলা চুল আর কালো স্টিলেটোর সঙ্গে ওই পা ছোঁয়া ডেনিম ড্রেস দেখে ভক্তরা।

আপনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরনে যে পোশাক দেখতে পাচ্ছেন, তা আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গানির। এর মূল্য ৪০ হাজার ৪৯৬ রুপি। ডেনিমের দুই রকম শেডের ওই পোশাকের তলাটা স্কার্টের মতো হলেও ওপরের অংশটি শার্টের মতো। স্লিভলেস। তবে কলার রয়েছে।

রাজু

×