ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

অনন্যার প্রেমিকের ডাকনামে লুকিয়ে রয়েছে কেমন রহস্য?

প্রকাশিত: ০১:০৬, ৩১ অক্টোবর ২০২৪

অনন্যার প্রেমিকের ডাকনামে লুকিয়ে রয়েছে কেমন রহস্য?

আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পর বেশ কিছুদিন একাই ছিলেন উঠতি বলিউড তারকা অনন্যা পাণ্ডে। ইদানীং শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তাদের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যে, তাকে আদর করে বিশেষ নামে ডাকেন ওই প্রেমিক। কী সেই নাম?

ভারতীয় ধনকুবেরের ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন এই প্রেমিককে খুঁজে পেয়েছেন অনন্যা। বিয়ের ওই আনন্দের মাঝেই অনন্যা ও তার সেই নতুন প্রেমিক নাকি হোটেলের এদিক-ওদিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন। প্রেমিকের নামে একটি লকেট বানিয়েছেন অনন্যা। অভিনেত্রীর সেই আলোচিত প্রেমিক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো।অনন্যার সঙ্গে তার প্রথম পরিচয় একটি বিজ্ঞাপনের শুটে। এখন অনন্যা ও ওয়াকার দুজনের ইনস্টাগ্রাম জুড়ে শুধুই পরস্পরের ভালোবাসার দ্যুতি ছড়াচ্ছেন। কিছুদিন আগে অনন্যার গলায় ওয়াকারের নামে লকেট ঝুলতে দেখা গেছে। তবে এই প্রেমের ব্যাপারে এখনও মুখ খুলছেন না দুজনের কেউ।

অভিনেত্রীর জন্মদিনেই সামনে এল অনন্যার প্রতি ওয়াকারের ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে ওয়াকার লিখেছেন মিষ্টি এক পোস্ট। সেখানে অনন্যার একটি অচেনা-দর্শন ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমায় ভীষণ ভালোবাসি অ্যানি।’ বোঝাই যাচ্ছে যে, অনন্যাকেই ‘অ্যানি’ সম্বোধন করেছেন ওয়াকার। 

রাজু

×