ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বিব্রত প্রভা!

প্রকাশিত: ২৩:৪২, ৩০ অক্টোবর ২০২৪

বিব্রত প্রভা!

সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। যদিও নাটকে এখন আর নিয়মিত নন তিনি। চলতি বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন প্রভা। এরপর আর কোনো নাটকে অভিনয় করেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা সম্পন্ন করেছেন প্রভা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের রূপসজ্জার একটি ভিডিও পোস্ট করেছিলেন এ অভিনেত্রী। ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘উপভোগ করছি আমার নতুন শখ।’ এই ঘটনার পর অনেকেই সংবাদ করেছিলেন ‘অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট’। বিষয়টি নিয়ে বিব্রত তিনি।

এ ব্যাপারে প্রভা বলেন, ‘আসলে মেকআপের ওপর আমার একটা ভালো লাগা রয়েছে। এটা নতুন না আগে থেকেই। যদিও সময়ের অভাবে এত দিন শেখা হয়নি। আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান দ্য মেকআপ একাডেমি। এমন একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। নিজের ভালো লাগা থেকেই কাজটি শিখেছি।’

অভিনয়ে ফেরা প্রসঙ্গে প্রভা বলেছেন, ‘এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য কাজ থেকে দূরে আছি। এ ছাড়া আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। নতুন কিছু শেখা মানে অভিনয় ছেড়ে দেওয়া না। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাবো। দর্শক আমাকে যতদিন চাইবে অভিনিয় করব। আমি চাইবো আপনারা সব ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন।’

মডেলিংয়ের মাধ্যমে সবার নজর কাড়েন প্রভা। এরপর নাটকে অভিনয় করেও পান দর্শকপ্রিয়তা। তবে এখন আর অভিনয়ে সেভাবে দেখা যায় না তাকে। অভিনয়ে না থাকলেও ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নানা অনুভূতির কথা জানান প্রভা।

শিহাব উদ্দিন

×