ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ঢাকায় শ্রদ্ধার স্ত্রী-২

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ৩০ অক্টোবর ২০২৪

ঢাকায় শ্রদ্ধার স্ত্রী-২

শ্রদ্ধা কাপুর

১ নভেম্বর  ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে সশরীরে নয়, দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে। এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি। এটি জানিয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। আমদানিকারক প্রতিষ্ঠান থেকে বলা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে হিন্দি সিনেমা ‘স্ত্রী-২’ প্রদর্শন শেষ হবার পর বোর্ড সদস্যরা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন।

২৭ অক্টোবর (রবিবার) আমরা সার্টিফিকেট হাতে পেয়েছি।  আগামী ১ নভেম্বর ২০২৪ সারাদেশব্যাপী ‘স্ত্রী-২’ মুক্তি দেব।’ এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি। বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবি এটি। অমর কৌশিক পরিচালিত ছবিটি মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড গড়েছিল। প্রথম এক সপ্তাহেই ছবিটি বাণিজ্যিকভাবে এতটাই সফল হয়েছিল যে কিং খানের ছবি ‘পাঠান’-কে পেছনে ফেলে দিয়েছিল।

আয়ের দিক থেকে ‘জওয়ান’-এর পর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল। তারপর বক্স অফিসের একের পর এক ইতিহাস গড়েছে এই ছবি। আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে, নতুন বেঞ্চমার্ক সেট করেছে শ্রদ্ধার ‘স্ত্রী ২’। ছবিটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী’-এর সিক্যুয়াল।

×