বেলাল খান
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। সিনেমা-নাটক ও অডিও তিন মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমায় আছে তার গান। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান করছেন বলে জানান এ গায়ক। গান ও সমসাময়িক নানা বিষয়ে আনন্দকণ্ঠের সঙ্গে কথা বলেছেন তিনি...
সংগীতাঙ্গনে আগের তুলনায় স্টেজ শো নেই বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যস্ততা কি নিয়ে?
স্টেজ শো নেই এটি সত্য। কেউ কেউ হয়তো দুই-একটা শো করছে, কিন্তু সেটি হিসাবের মধ্যে পড়ে না বলেই মনে করি। তবে আমি এখন একটু স্টুডিওর দিকে মনোযোগী। অর্থাৎ নাটক-সিনেমা ও অডিও গান করছি। এরমধ্যে ‘তোমার প্রেমে আছি বেঁচে’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। আহমেদ রিজভীর কথায় এটির সুর করেছি আমি নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রয়। গানটিতে আমার সঙ্গে দ্বৈত গেয়েছেন কনা। গানটি ‘সুপার ওয়াইফ’ নাটকে ব্যবহার হয়েছে।
সরকার পরিবর্তনের পর অন্য পেশার কাজ চললেও সংগীতশিল্পীরা ঠিকমতো ফিরতে না পারার কারণ কি?
সংগীতশিল্পীরা স্টেজ শো ও রেকর্ডিংয়ের ওপর নির্ভরশীল। এর বাইরে শিল্পীদের অন্য কিছু করার নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের বেশিরভাগ জায়গায় শো করার পরিবেশ নেই। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় বন্যা প্লাবিত হয়েছে। কিছুদিন আগেই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে। সে জেলাগুলো ঠিক না হতেই নতুন করে আবার অন্য জেলাগুলো বন্যায় প্লাবিত হয়েছে। এসবের মধ্যে স্টেজ শো করার পরিবেশ নেই। এ ছাড়া রাজনৈতিক একটা পরিবর্তন আছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আউটডোরের স্টেজ শো খুব বেশি হবার সম্ভাবনা নেই।
এ সময়ে শিল্পীদের আয়ের উৎস কি হতে পারে?
আমাদের দেশে আগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিয়মিত শিল্পীদের নতুন গানে পৃষ্ঠপোষকতা করত। এখন আর সেটি হচ্ছে না। অল্প সংখ্যক শিল্পীর জন্যই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান করছে। তবে আমি মনে করি, ডিজিটালি এখন আয়ের অনেক উৎস আছে। কারও ওপর নির্ভর না করে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান করতে পারে যে কোনো শিল্পী। সেসব গান দিয়ে টিকটক, রিলস ও ফেসবুক পেজ অর্থাৎ ব্যাকস্টেজ থেকেও আয় করা যায়। শুধু জিজিটালি মার্কেট সম্পর্কে সঠিক জানা থাকলেই এগুলো সম্ভব।
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিয়ে আপনার মন্তব্য কী?
আমি মনে করি, তাদের আরও ইতিবাচক হওয়া উচিত। কম-বেশি সবাইকে নিয়ে কাজ করলে সংগীতাঙ্গনে বিশাল একটা পরিবর্তন আসবে। প্রতিটি কোম্পানির প্রচুর গান সংগ্রহে আছে। তারা ঠিকই ব্যবসা করছে। কিন্তু সে তুলনায় তারা নতুন গান তেমন করছে না। তারা এখন নাটকেই মনোযোগী হয়ে আছে।
নতুন সরকার নিয়ে কি বলবেন?
নতুন সরকারের বয়স বেশি না। দুই মাসের একটি সরকার খুব বেশি কিছু করার সুযোগও পায় না। তবে আমি বিশ^াস করি, নতুন সরকার আমাদের সুন্দর একটি রাষ্ট্র উপহার দেবে। এ সরকার যদি ব্যর্থ হয় তবে আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে।