ড্যানসার নোয়েল
সামাজিক মাধ্যমে তিনি ‘নোয়েলগোজক্রেজি’ নামেই বিশ্বব্যাপী পরিচিত। কখনও মরুর বুকে, কখনো-বা ফুটবল মাঠে, আবার কখনও চীনের প্রাচীরে ফুটওয়ার্ক করতে দেখা গেছে তাঁকে। পায়ের জাদুকরী নাচে যিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের। সম্প্রতি বাংলাদেশে ঘুরতে এসেছেন সেই জার্মান টিকটকার, নৃত্যশিল্পী নোয়েল রবিনসন।
তাঁর ট্রেডমার্ক ড্যান্স হিসেবে তিনি কখনও নেচেছেন পথচারী, দোকানদার, কখনো-বা একেবারে পুলিশের সঙ্গেই। এমনকি নেচেছেন ঢালিউড কিং শাকিব খানের গানেও।
দেশ-বিদেশে ঘুরে বেড়ান নোয়েল। দৃষ্টিনন্দন বিভিন্ন জায়গায় দেখা মেলে তাঁর। মূলত নিজের কনটেন্ট তৈরি করতেই বিশ্বভ্রমণে বের হয়েছেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত মাতিয়ে বাংলাদেশে ঘুরতে আসা।
ইতিমধ্যে রাজধানী ঢাকা রীতিমতো চষে বেড়াচ্ছেন এই টিকটক তারকা। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। যেখানেই যাচ্ছেন সেখানেই তৈরি করছেন মজার-মজার কনটেন্ট। আর সেগুলো রিল আকারে প্রকাশ করছেন ফেসবুক-ইনস্টাগ্রামে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির ‘লাগে উরাধুরা’, জেফার রহমানের গাওয়া ‘ঝুমকা’ ও প্রীতম হাসানের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ ইত্যাদি গানের ছন্দে মেতে উঠতে দেখা গেছে।
এদিকে, একফ্রেমে দেখা যায় নোয়েল-জেফারকেও। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করে নোয়েলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি এই গায়িকা। পাশাপাশি মজা করে লিখেছেন, ‘চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুলপ্রেমীরা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন মিষ্টি হাসির একটি ইমোজি।
এই ছবির সূত্র ধরে জেফারের সঙ্গে আলাপ হলে তিনি জানালেন, ‘ঝুমকা’র মাধ্যমেই নোয়েলের সঙ্গে সম্প্রতি তাঁর পরিচয় হওয়া। গানটির তালে নেচেছিলেন এই নৃত্যশিল্পী। ইনডিপেনডেন্ট ডিজিটালকে জেফার বললেন, ‘আগে থেকে আমাদের পরিচয় ছিল না। নোয়েল বাংলাদেশে আসার পর ঝুমকা গানে নেচেছিলেন। আর সেটি আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলাম। এরপর তাঁর টিম থেকে যোগাযোগ করা হয়েছিল। এভাবেই তাঁর সঙ্গে পরিচয়, তারপর আড্ডা দেওয়া।’
বাংলাদেশ এসে নোয়েল কী বলছেন—সেসব বিষয়ে জেফার বলেন, ‘ও দারুণ একটি ছেলে। এমন নয় যে, কনটেন্টগুলো খুব বেশি পরিকল্পনা মাফিক তৈরি করে, বরং রাস্তায় পথচারীদের সঙ্গে হঠাৎ করেই একটা কিছু তৈরি করে ফেলে। বাংলাদেশে এসে ও খুব এনজয় করছে।’
এর আগে ভারত সফর করেছেন নোয়েল। সেখানে ছিলেন মাসখানেক। জানা গেছে, বাংলাদেশেও থাকবেন বেশকিছু দিন। এরপর পাড়ি জমাবেন নতুন কোনো দেশে। অনুরাগীদের মাতিয়ে তুলবেন সেই দেশের ঐতিহ্য আর সংস্কৃতিতে।
ইসরাত