ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

মিউজিক আলফার নতুন গান প্রকাশ

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ৩০ অক্টোবর ২০২৪

মিউজিক আলফার নতুন গান প্রকাশ

কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা গানের নতুন প্লাটফর্ম মিউজিক আলফা। এরমধ্যে প্রকাশ হয়েছে মিউজিক আলফার নতুন গান ‘মেঘ বর্ষা ঝুম’। জুয়েল রানার কণ্ঠের এ গানটির গীতিকার শাহাদাত শাওন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীতপরিচালক সাব্বির বলেন, আমাদের মিউজিক আলফার দ্বিতীয় গান এটি। অল্প সময়ে গানটির জন্য অনেকে প্রশংসা করেছেন। আমাদের মিউজিক আলফার পেজে চোখ রাখলেই স্পষ্ট দেখা যায় শ্রোতারা গানটি কীভাবে নিচ্ছেন। আমরা সুন্দর কথা ও সুরের গানকে শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।

শিল্পী জুয়েল রানা বলেন, গানটির কথা ও সুরে দারুণ আবেগ আছে। কাল যখন গানটি প্রকাশ হয় তখন আমাদের শহরে বেশ বৃষ্টি ছিল। গানের কথার সঙ্গে প্রকৃতি মিলে গেছে। আমি চেষ্টা করেছি গানের কথা ও সুরকে আমার কণ্ঠে সঠিকভাবে তুলে ধরতে। শ্রোতাদের অনেকের গানটি ভালো লেগেছে বলে জানান।

গীতিকার শাওন বলেন, আমি গানটির কথায় মেঘ-বর্ষাকে তুলে ধরেছি। ভালোবাসার সঙ্গে আমাদের মেঘ-বৃষ্টি অনেকটা মিশে থাকে। বৃষ্টি আমাদের প্রায় সবারই প্রিয়। আশা করি এ গানটিও সবার প্রিয় হয়ে থাকবে।

বুলবুল

×