ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

কোনো আফসোস রাখতে চাননা পরি

প্রকাশিত: ১২:২২, ৩০ অক্টোবর ২০২৪

কোনো আফসোস রাখতে চাননা পরি

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করা হয়েছে। তাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। 

 

গত মঙ্গলবার সন্ধ্যায় ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নায়িকা। এদিন মুক্তি পায় ওয়েব সিরিজটির ট্রেলার। 

 

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরীমণি। জানালেন, তার অভিনীত প্রথম সিরিজ এই “রঙিলা কিতাব’। কাজটি নিয়ে বেশ উদ্দীপনাও কাজ করছিল পরীর মনে। তার কথায়, ‘শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে।’

 

 

 

‘রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ এর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

 

 

সুপ্তীর চরিত্রে কাজ করা প্রসঙ্গে পরী বললেন, ‘আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।’

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজটি। 

উল্লেখ্য, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

এম এম

×