ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

স্বৈরশাসক হাসিনার পতন নিয়ে সিনেমা আসছে রাফী’র চলচ্চিত্র

প্রকাশিত: ১৯:১৯, ২৮ অক্টোবর ২০২৪

স্বৈরশাসক হাসিনার পতন নিয়ে সিনেমা আসছে রাফী’র চলচ্চিত্র

স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন রায়হান রাফী

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা নিজে।

সেখানে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় কথা বলেন রাফী। নির্মাতার কথায়, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’

রাফী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’ 

উল্লেখ্য, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’। সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে মেগাহিট। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এ ছবির  সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

এছাড়াও এই নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন ‘ব্ল্যাক মানি’ ওয়েবসিরিজ নিয়ে। অভিনয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। আরও আছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

এবি

×