ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ফিরছে ঢাকা ফোকফেস্ট

প্রকাশিত: ২৩:৩২, ২১ অক্টোবর ২০২৪

ফিরছে ঢাকা ফোকফেস্ট

.

লোকগানের সুরসুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টঅনুষ্ঠিত হয়ে আসছেতবে ২০১৯ সালে উসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য হয়নি ফোকফেস্ট২০২১ সালেও হবে হবে করে শেষ পর্যন্ত করোনা আতঙ্কেই উসবটি করার সুযোগ পায়নি সান ফাউন্ডেশনপরবর্তী দুই বছরেও উঠেনি আন্তর্জাতিক লোকসংগীতের উসবের পর্দাধারাবাহিকভাবে পাঁচ বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টসেটি বন্ধ হওয়ায় হতাশ ছিলেন সবাই

আশার কথা হলো, চার বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরতে চলেছে লোকগানের উসবটিএর সংশ্লিষ্ট বেশ কয়টি সূত্রই সেই আভাস দিয়েছেসূত্র জানায়, এরইমধ্যে ফোকফেস্ট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সান ফাউন্ডেশনের আলোচনা শুরু হয়েছেশিল্পী বাছাই প্রক্রিয়াও চলছেসাধারণত শীতকালেই বসে গানের উসবটিসেই ভাবনা থেকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে ফোকফেস্টআগের মতো এবারও আর্মি স্টেডিয়ামেই উসবটি অনুষ্ঠিত হবেতবে এখনো কোনোকিছু চূড়ান্ত হয়নি

নাম প্রকাশে অনিচ্ছুক সান ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, স্পষ্ট করে দেওয়ার মতো কোনো তথ্য এই মুহূর্তে নেইতবে আলোচনা চলছে যেন আবারও লোকগানের উসবটি ফিরিয়ে আনা যায়সারাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল উসবটিসবাই এটি উপভোগ করতে চানসবকিছু অনুকূলে থাকলে আগের বছরগুলোর চেয়েও আরও জাঁকজমক করে এটি আয়োজনের চেষ্টা থাকবেশিল্পী তালিকাতেও থাকবে চমকবিশ্বের নানা দেশের শিল্পীরা অংশ নেবেনচূড়ান্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে২০১৫ সাল থেকে হওয়া উসবটিতে এখন পর্যন্ত ১৭ দেশের ৫০০ লোকসংগীত শিল্পী এই আয়োজনে অংশ নিয়েছেন

×