ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

উৎসবমুখরতায় আলিয়ঁস ফ্রঁসেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ১৯ অক্টোবর ২০২৪

উৎসবমুখরতায় আলিয়ঁস ফ্রঁসেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলিয়ঁস ফ্রঁসেজ

সময়টা ছিল ১৯৫৯ সাল। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সৌহার্দ্যময় সম্পর্ক স্থাপন এবং উভয় দেশের মধ্যে সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে প্রতিষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ। সময়ের পরিক্রমায় এই ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রটি এ বছর পদার্পণ করেছে প্রতিষ্ঠার ৬৫ বছরে। 

আর সাফল্যের সে উদ্যাপনে শুক্রবার বর্ণিল রূপ নেয় ধানমন্ডির সাংস্কৃতিক কেন্দ্রটি। এদিন বিকেল থেকে রাত অবধি অনুষ্ঠিত হয়েছে  পাপেট শো, চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্টসহ নানা আয়োজন। 

উৎসবুখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। বক্তব্য দেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, আলিয়ঁসের পরিচালক ফ্রাসোয়া ঘ্রোঁজ ও এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুব উর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপসাংস্কৃতিক পর্বে পরিবেশিত আফরোজা হোসেন সারা নির্মিত সিনেমা ‘সং অব ঝিনুক’। 

আয়োজনটি জমে ওঠে ফরাসি ব্যান্ডদল বিবি ট্যাঙ্গার বৈচিত্র্যময় সংগীত পরিবেশনায়। এই বারই    সংগীত শিল্পী এরিক কেরিজের সঙ্গে  যৌথভাবে মঞ্চ পরিবেশনায় অংশ  নেন বাংলাদেশের শিল্পী মিঠুন চক্র ও সাদ  চৌধুরী।

মনোয়ার/ শহিদ

×