ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কলকাতার পূজার প্যান্ডেলে পরীমণির!

প্রকাশিত: ২০:২৮, ১৩ অক্টোবর ২০২৪

কলকাতার পূজার প্যান্ডেলে পরীমণির!

ঢাকাই সিনেমার নায়িকা পরীমিণি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেতে উঠেছে দেশের নানা তারকারা। ভারতেও বেশ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব। তবে পশ্চিবঙ্গের দুর্গোৎসব গুলোতে ভিন্ন ভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার নায়িকা পরীমিণির। স্বশরীরে নয়, পূজা মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় পরীমণির প্রথম সিনেমা “ফেলুবক্সী” এর পোস্টার।

রবিবার (১৩ অক্টোবর) পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে পূজার মণ্ডপে তার সিনেমার পোস্টার সম্বলিত একটি ভিডিও শেয়ার করেন।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “শিগগিরই আসছে লাবণ্য…।” কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে ওপার বাংলায় মুক্তি পেতে যাওয়া নিজের প্রথম সিনেমাকে ঘিরে বেশ খুশি এই অভিনেত্রী।

উল্লেখ্য, দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় “লাবণ্য” চরিত্রে দেখা যাবে পরীমণিকে।‌‌ যেখানে তার সঙ্গে অভিনয় করবেন টলিউডের সোহাম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে “দেবযানী” চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

শহিদ

×