ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আরিয়ানের প্রথম সিনেমার নায়ক সিয়াম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ১২ অক্টোবর ২০২৪

আরিয়ানের প্রথম সিনেমার নায়ক সিয়াম

আরিয়ান ও সিয়াম

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এবার তিনি পদার্পণ করলেন রুপালি পর্দায়। বেশ কিছুদিন আগেই তিনি সিনেমা নির্মাণের আগাম ঘোষণা দিয়েছিলেন। চলছিল ছোট পর্দা থেকে সেলুলয়েডে প্রবেশের প্রস্তুতি। অবশেষে শনিবার এলো সেই সুসংবাদ। এদিন এই নির্মাতা  আনুষ্ঠানিকভাবে তার প্রথম সিনেমার খবরটি জানালেন গণমাধ্যমকে। সেই সূত্রে জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল আজহায় নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন আরিয়ান। আর ছবির নামটি নির্ধারণ না হলেও সেই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করবেন সিয়াম আহমেদ।
দেশ ও বিদেশের নানা শূটিং লোকেশনে হবে এই ছবিটির শূটিং। এখন ছবি নির্মাণের প্রাক-প্রস্তুতি চলছে। গুঞ্জন রয়েছে, এই ছবিতে সিয়ামেরর সঙ্গে জুটি বাঁধবেন  ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে  সেই অভিনেত্রী কেÑসেটা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, চরকির জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ান ও সিয়াম আহমেদ নির্মাতা-অভিনেতা জুটিকে।

এবার তাদের দেখা যাবে বড় পর্দায়। এর আগে নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে তার সিনেমা মুক্তি পাবে। তবে সেটা ‘তুফান ২’ নয়। এবার জানা গেল, সেই ঈদের শাকিবের সঙ্গে পর্দায় মুখোমুখি হবেন সিয়ামও।

×