রিমা দাস
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সিনেমা উৎসব হিসেবে বিবেচনায়। এবার চলচ্চিত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন ভারতের অসমের নারী নির্মাতা রিমা দাস। উৎসবের ২৯তম আসরের জিসোক বিভাগে প্রথম পুরস্কার জিতে নিয়েছে তার নির্মিত ছবি ‘ভিলেজ রকস্টারস টু।’ শুক্রবার রাতে বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে রিমা দাসের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অসমিয়া ভাষায় নির্মিত ভিলেজ রকস্টারস টু ছবির গল্প আবর্তিত হয়েছে অসমের এক অজপাড়াগাঁয়ের কিশোরী ধুনুর রকতারকা হওয়ার স্বপ্ন নিয়ে। দারিদ্র্যের কষাঘাতে বিপন্ন হতে থাকে সেই। এই ধুনু চরিত্রে অভিনয় করেছেন ভনিতা দাস। তার মায়ের ভূমিকায় ফিরেছেন বাসন্তী দাস। বড় ভাইয়ের চরিত্রে রূপ দিয়েছেন মানবেন্দ্র দাস।
বুসান চলচ্চিত্র উৎসবের প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোক স্মরণে প্রদান করা হয় জিসোক পুরস্কার। কমপক্ষে তিনটি চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের নতুন কাজ ঠাঁই পায় এই বিভাগে। এবারের আসরে দ্বিতীয় পুরস্কার জিতেছে তাইওয়ানের টম শু-য়ু লিন নির্মিত ছবি ‘ইয়েন অ্যান্ড আই-লি।’ জিসোক বিভাগে বিচারক ছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনেমা বিভাগের পরিচালক ক্রিস্টিয়ান জেন, শ্রীলঙ্কার পরিচালক প্রসন্ন ভিথানাগে ও দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সুয়োন।
এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসের প্রথম পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার পার্ক রি-য়ুং নির্মিত ছবি ‘দ্য ল্যান্ড অব মর্নিং কাম।’ দ্বিতীয় পুরস্কার পেয়েছে মিয়ানমারের দি মো নায় পরিচালিত ‘মাÑক্রাই অব সাইলেন্স’।
নিউ কারেন্টস বিভাগে বিচারকদের প্রধান ছিলেন ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করেছেন ভারতীয় অভিনেত্রী কানি কুসরুতি, দক্ষিণ কোরিয়ার পরিচালক লি মিয়াং শে, চীনা অভিনেত্রী চো ডং ইয়ু, রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ভানিয়া কালুজারসিচ। বিআইএফএফ আউটডোর থিয়েটারে শুক্রবার সন্ধ্যায় শুয় হয় লালগালিচা অনুষ্ঠান। এরপর ছিল পুরস্কার বিতরণ। সবশেষে রাত ৮টায় দেখানো হয় উৎসবের সমাপনী চলচ্চিত্র ‘স্পিরিট ওয়ার্ল্ড’। এটি পরিচালনা করেছেন সিঙ্গাপুরের এরিক ক্যু। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ।
গত ২ অক্টোবর শুরু হয় দশ দিনব্যাপী বুসান চলচ্চিত্র উৎসব। এবারের অফিসিয়াল সিলেকশনে ঠাঁই পায় বিভিন্ন দেশের ২২৪টি চলচ্চিত্র। আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।