.
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘প্রতিমা’। বিবেক বর্মণের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ। অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, আব্দুল আজিজ, সাজ্জাদ সাজু, বিমল ব্যানার্জি, বিবেক বর্মণ ও বিন্দু রোজারিও। আজ শনিবার রাত নয়টা পাঁচ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে শুরু হয় নাটকের কাহিনী। সেই কাহিনীতে দত্ত বাড়িতে দীর্ঘকাল ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একবার পূজার সময় শহর থেকে বাড়িতে আসে সলিল দত্তের মেয়ে প্রতিমা। সে তাদের গ্রামের ছেলে রঞ্জনকে ছোটবেলা থেকেই ভালোবাসলেও কখনো বলতে পারেনি। সেই না বলা কথা নিয়ে নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প।