ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিয়ে করলেন শিরিন শিলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১২ অক্টোবর ২০২৪

বিয়ে করলেন শিরিন শিলা

.

বিয়ে করলেন চিত্রনায়িকা শিরিন শিলা। তার বর আবিদুল মহায়মীন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে গত বুধবার প্রগতি সরণির একটি স্টুডিওতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।

২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর এবার সেই দিনেই বিয়ে করতে যাচ্ছেন নায়িকা। শিরিন শিলা বলেন, ২০১৮ সালে ১০ অক্টোবর আমাদের পরিচয় হয়। ঠিক ছয় বছর পর একই দিনে আমরা বিয়ে করলাম। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আজ আমাদের বিয়ে হয়। বছর শেষে অথবা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

×