.
বর্তমানে রুপালি পর্দায় সময়টা ভালো যাচ্ছে না অপু বিশ্বাসের। ঢালিউডের এই জনপ্রিয় নায়িকার জনপ্রিয়তায় যেন ভাটা পড়েছে। তার হাতে নেই তেমন কোনো সিনেমা। তাই বলে থেমে থাকার পাত্রী নন অপু বিশ্বাস। সিনেমায় সাড়া না পেলেও ভিন্ন পথে দর্শকের দুয়ারে কড়া নাড়ছেন তিনি। মনোযোগী হয়েছেন ইউটিউবে। তৈরি করছেন নানা কনটেন্ট। অনেক দিন ধরে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন। শুধু কি তাই? সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন কাজ শুরু করেছেন। তৈরি করছেন টক শো ঘরানার অনুষ্ঠান। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দ্রুত আমি উপস্থাপক হিসেবে সকলের সামনে হাজির হব। এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই একই সঙ্গে ভয় ও আনন্দÑদুটোই কাজ করছে। দর্শকরা বিনোদিত হবেন বলেই প্রত্যাশা করছি। এরই মধ্যে তার অনুষ্ঠানের প্রথম ধাপের পর্বগুলোর শূটিং সম্পন্ন হয়েছে। শীঘ্রই অপুর ইউটিউব চ্যানেলে সেগুলো দেখা যাবে।
২০০৪ সালে ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। তবে দর্শকের নজর কাড়েন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। ‘কোটি টাকার কাবিন’ সিনেমার পর অপু বিশ্বাসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব-অপু জুটি দর্শকদের কাছে সেরা জুটি হয়ে ওঠে। এরপর অপু একে একে অভিনয় করেন ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘এক বুক ভালোবাসা’, ‘মনেপ্রাণে আছো তুমি’, ‘আমার জান আমার প্রাণ’সহ অনেক সিনেমায়। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত শাকিব-অপু জুটি একাধারে ৭০টির বেশি সিনেমা উপহার দেয় ঢালিউডকে, যেগুলোর অধিকাংশই ব্যবসাসফল।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন অপু বিশ্বাস। এরই মধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। যদিও সাড়া ফেলেনি সিনেমাটি। শুক্রবার ১১ অক্টোবর ছিল অপু বিশ্বাসের জন্মদিন। দিনের প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগীরা। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে গিয়ে একসময় প্রেমে পড়েন অপু বিশ্বাস। শোনা যায়, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়েও করেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। খবরটি গোপন রাখা হয়েছিল। তবে ২০১৭ সালের জুলাইয়ে ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তানের কথা। এর কয়েক মাস পরই অপুকে তালাকের নোটিস পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।