ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মুক্তি পেল আলিয়া ভাটের ‘জিগরা’

সংস্কৃতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১২ অক্টোবর ২০২৪

মুক্তি পেল আলিয়া ভাটের ‘জিগরা’

.

বলিউডের সময়ের আলোচিত এক নায়িকা আলিয়া ভাট। শুক্রবার মুক্তি পেল তার অভিনীত নয়া সিনেমাজিগরা মা হওয়ার পর এই প্রথম মুক্তি পেল এই নায়িকার কোনো ছবি। মাতৃত্বকালীন বিরতির পর কেন ছবিই বেছে নিলেন তিনি? সম্প্রতি ছবির প্রচারে প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তার চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে। আলিয়া বলেন, ‘আমি যখন জিগরা ছবিতে চুক্তিবদ্ধ হই, তখন মনে হয়, আমি আমার বাঘিনীর মতো ছিলাম। আমার সবকিছু জুড়ে ছিল রাহা, কেউ যেন ওর কাছে না আসে- এমন একটা হাবভাব ছিল। আর এটাই ছিল আমার বড় শক্তি। সিনেমার চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, আমার নিজের জীবনের অনেক কিছুই এতে আছে।

বসন বালা পরিচালিতজিগরাছবির কাহিনী লেখা হয়েছে মূলত ভাই-বোনের গভীর ভালোবাসাকে কেন্দ্র করে। এই অ্যাকশন থ্রিলার ধর্মী ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বেদাংগ রাইনা। জিগরা ছবিতে আলিয়া এক অন্য রূপে ধরা দিতে চলেছেন। এই ছবিতে তার অভিনীত চরিত্রের নামসত্য আনন্দ আর  বেদাংগকে দেখা যায়অঙ্কুর আনন্দনামের এক চরিত্রে।

×