ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আরিফুল হক ও ফেরদৌস আরার জন্মদিন আজ

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১২ অক্টোবর ২০২৪

আরিফুল হক ও ফেরদৌস আরার জন্মদিন আজ

আরিফুল হক ও ফেরদৌস আরা

তারা দুজন দুই ভুবনের দুই বাসিন্দা। একজন আপন অভিনয়শৈলীতে দাগ কেটেছেন দর্শক হৃদয়ে। অপরজন কণ্ঠের খেলায় হৃদয় রাঙিয়েছেন শ্রোতাকুলের। অভিনয় সংগীতকে আশ্রয় করে কেটেছে তাদের দীর্ঘ এক বর্ণিল জীবন। তারা হলেন বরেণ্য অভিনয়শিল্পী আরিফুল হক এবং প্রখ্যাত নরুজল সংগীতশিল্পী  ফেরদৌস আরা। আজ শনিবার এই দুই শিল্পীর জন্মদিনে জনকণ্ঠের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। 

মঞ্চ থেকে টিভি নাটক কিংবা সিনেমার এক দাপুটে অভিনেতা আরিফুল হক। দুই দশকেরও বেশি সময় ধরে সপরিবারে কানাডায় অবস্থান করলেও মাঝে মাঝে মনের টানে ছুটে আসেন দেশের মাটিতে। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। সে কথা স্মরণ করে আরিফুল হক বলেন, ‘আর মায়ায় জড়াতে চাই না।  জানি না আর দেখা হবে কী না দেশের মানুষের সঙ্গে। দেশের মাটির ধুলার পথে আর হাঁটা হবে কী না জানা নেই। দেশের দর্শকের জন্য অভিনয় করা হবে কী না তাও জানা নেই। তাই দেশে ফিরলে এমন ভাবনায় কেঁদে ওঠে মন। মানুষ হয়ে এসেছি পৃথিবীতে, জানি চলে যেতে হবেই একদিন। কিন্তু বয়স, সময় সব মিলিয়ে যখন বারবার জানান দেয় চলে যাওয়ার সময় এসেছে, তখন আর মন চায় না এই পৃথিবীর মায়া কাটিয়ে সবাইকে ছেড়ে চলে যেতে। বারবার সেই প্রিয় মুখগুলোর কাছেই  থেকে যেতে মন চায়।প্রবাসে থেকে অহর্নিশ মাতৃভূমিকে অনুভব করা এই শিল্পীর জন্মদিন আজ শনিবার। ৯০ পেরিয়ে পদার্পণ করলেন ৯১ বছরে। ১৯৩৪ সালের ১২ অক্টোবর ভারতের হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন আরিফুল হক।

একজন আরিফুল হকের অভিনয়ে দর্শক কখনো হেসেছেন; কখনো বা  কেঁদেছেন। আবার খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শককে ভাবিয়ে তুলেছেন যে তিনি এমন চরিত্রেও অভিনয় করতে পারেন! বাংলাদেশে একমাত্র তিনিই সেই অভিনেতা যিনি উত্তম কুমারের সঙ্গে একই চলচ্চিত্রে একই ফ্রেমে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।

এদিকে জন্মদিনের অনুভূতি প্রকাশে নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা শুক্রবার জনকণ্ঠকে বলেন, আমার কাছে জন্মদিন মানেই নতুন করে বাঁচার আশা। আরেকটি বছরের জন্য নতুন করে কাজ করার অনুপ্রেরণা। তবে আক্ষেপ একটাই, দীর্ঘ এই সংগীত জীবনে এখনো পর্যন্ত মেলেনি কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা স্বীকৃতি। নজরুল সংগীতশিল্পী হিসেবে পরচিতি থাকলেও সব ধরনের গান করেন ফেরদৌস আরা। নজরুল এবং উচ্চাঙ্গসংগীত র্চচার জন্য তিনি ২০০০ সালে  মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। রাষ্ট্রীয় পুরস্কার না পেলেও তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ  রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই শিল্পী।

×