ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শুক্রবার মুক্তি পাচ্ছে তৃপ্তি দিমরির নতুন সিনেমা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১০ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:৫৯, ১০ অক্টোবর ২০২৪

শুক্রবার মুক্তি পাচ্ছে তৃপ্তি দিমরির নতুন সিনেমা

তৃপ্তি দিমরি

উৎসব মানেই বিগ বাজেটের ছবি। তবে এবার দশেরা উপলক্ষে বলিউডে তেমন বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে এবারের দশেরাতে ছবির বাজার বেশ ঠান্ডা। আজ শুক্রবার মুক্তি পেতে চলেছে বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও।’ তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজ শান্ডিল্য পরিচালিত এই ছবিতে আছে ভরপুর কমেডি। অনেকে মনে করছেন হালের ক্রাশ তৃপ্তি দিমরির টানে দর্শকরা ছবিটি দেখতে হলমুখী হবেন। ‘ভিকি বিদ্যা’ ছবির ট্রেলারে রাজ-তৃপ্তির দুরন্ত রসায়ন ধরা পড়েছে।

এদিকে পরিচালকের দাবি অনুযায়ী ছবিটি ৯৭ শতাংশ পারিবারিক। তাই এবারের দশেরাতে পরিবারের সঙ্গে ‘ভিকি বিদ্যা’ ছবিটি উপভোগ করবেন সিনেমাপ্রেমীরা। রাজ শান্ডিল্যর এই ছবিতে বিজয় রাজ,  রাকেশ বেদি, টিকু তলসনিয়া এবং অর্চনা পূরণ সিংয়ের মতো দুরন্ত  কৌতুক অভিনেতারা অভিনয় করেছেন। এ ছাড়া  ভিকি বিদ্যা ছবির মাধ্যমে রাজ শান্ডিল্য দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অর্চনা পূরণ সিং এবং মল্লিকা শেরাওয়াতকে।

×