ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন আর এখানে দুর্গাপূজা হচ্ছে

প্রকাশিত: ১৫:০৪, ৯ অক্টোবর ২০২৪

মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন আর এখানে দুর্গাপূজা হচ্ছে

মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন আর এখানে দুর্গাপূজা হচ্ছে: শ্রীলেখা

আরজি কর কাণ্ড আর রাজ্যে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদে শুরু থেকেই তিনি সরব। আর এই প্রতিবাদেই এবার তিনি পূজাতেও নেই, উৎসবেও নেই— একথা সাফ জানিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেই অনুযায়ী তিনি পূজাতে যোগ দেননি। তবে অভিনেত্রী যে আবাসনে থাকেন, সেখানে এবারও পূজা হচ্ছে। আর তাতেই বেশ বিরক্ত শ্রীলেখা।

মঙ্গলবার পঞ্চমীর দিনে নিজের আবাসনের পূজা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। আবাসনের কমিউনিটি হলে হওয়া দুর্গাপূজা মণ্ডপের ভিডিও দেখিয়ে শ্রীলেখাকে বলতে শোনা যায়, ‘আমাদের এখানে পূজা হচ্ছে এবার, আরও বড় করে হচ্ছে। আমি যে বাড়িতে থাকি, হ্যাঁ, ঠিক ধরেছেন, যেখানে কুকুর নিয়ে আমার সঙ্গে অসভ্যতামো করেছিল যে লোকজনেরা, এবার সেখানে আরও বড় করে পূজা হচ্ছে। আনন্দে, বাড়ির মা-বোনেরা রেপড (ধর্ষিতা) হচ্ছেন, খুন হচ্ছে, আর এখানে দুর্গাপূজা হচ্ছে দেখুন। এই লোকজনের সঙ্গে আমি থাকি। হয় আমার মাথা খারাপ, নয় এদের। এদের আনন্দের আতিশয্য দেখে লজ্জা লাগে আমার। যে কেন আমি এখানে ফ্ল্যাটটা কিনতে গেলাম।’

ভিডিওটির ক্যাপশনে শ্রীলেখা লেখেন, ‘আচ্ছা আমি কি ভিনগ্রহের প্রাণী? কেনও বাকিদের মতো হব না? হলে তো আমারও খানিক সুবিধা হত, কেন নিজের সুবিধাটুকু বুঝলাম না? সমস্যা আমার নাকি বাকি সমাজের? মানিয়ে নিতেই পারলাম না কোনও কিছুর সঙ্গে।'

শ্রীলেখার এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই। একজন লিখেছেন, ‘ভিডিও দেখেই গায়ে জ্বালা হচ্ছে.... আর আপনি তো ওখানে সশরীরে থাকছেন!’ এই কমেন্টে পাল্টা কমেন্টও করেছেন শ্রীলেখা। লিখেছেন, ‘গত ৫ বছর ধরে আমি পূজার চাঁদা দিইনি।’

 

ফুয়াদ

×