মুক্তা সরকার
পালা ও লোকগানের শ্রোতাপ্রিয় শিল্পী মুক্তা সরকার। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংগীতে মুগ্ধতা ছড়িয়ে আসছেন। সম্প্রতি তিনি ইউরোপের বিভিন্ন দেশে সংগীত পরিবেশনের জন্য যাত্রা করেছেন। যাওয়ার আগে মুক্তা সরকার জানান এবারের ইউরোপ সফরে তিনি সুইডেন, ফিনল্যান্ড, ইতালি, পর্তুগাল ও ফ্রান্সে সংগীত পরিবেশন করবেন। মুক্তা সরকার বলেন, দেশে কিংবা বিদেশে হোক বিশে^র যে কোনো প্রান্তে সংগীত পরিবেশনের সময় আমি আমার বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যকেই তুলে ধরি।
যারা আমাকে নিমন্ত্রণ করে ইউরোপ ট্যুরে নিয়েছেন তারা জেনেই নিয়েছেন যে আমি বাংলার মাটির গান, মানুষের গান গাইব। তাই প্রতিটি শোতে সংগীত পরিবেশন করতে গিয়ে অনেক সময় আবেগাপ্লুত হয়ে উঠেছি শ্রোতা-দর্শকের ভালোবাসায়। আমার প্রিয় জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশের কত হাজার হাজার মানুষ শুধু পরিবারের কথা চিন্তা করেই দেশের বাইরে থাকেন।
তাদের মনে গানে গানে একটু শান্তি দেয়ার জন্য, একটু ভালোলাগা সৃষ্টির জন্যই এই ট্যুরে আমার আসা। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ এই ইউরোপ ট্যুরে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের। মুক্তা জানান, শীঘ্রই তিনি দেশে ফিরবেন। পালা ও লোকগানে অর্থাৎ শরীয়তি-মারফতি গানে মুক্তা সাহার দেশের অভ্যন্তরেই রয়েছে ব্যাপক চাহিদা।
মতলবে গানের যে উৎসব হতো সেখানে গিয়েই মূলত গানের প্রতি মুক্তার প্রবল আগ্রহ জন্মায়। মুক্তার শিক্ষা গুরু হলেন আকলিমা বেগম ও আলেয়া বেগম। তরঙ্গ ব্যানার থেকে মনির হোসেনের সংগীতে মুক্তার প্রথম অ্যালবাম ‘জ¦ালায় জ¦ালায় অঙ্গ জ¦লে’ প্রকাশিত হয়। এরপর দুই শতাধিক গানের অ্যালবাম তার প্রকাশিত হয়েছে। মুক্তা সরকার বলেন, আমি মহান আল্লাহর কাছে জীবনে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আমি তাতেই সন্তুষ্ট। বাংলাদেশের আনাচে কানাচে শ্রোতা-দর্শকরা আমার গান প্রবল আগ্রহ নিয়ে শোনেন, এটাই তো জীবনের অনেক বড় প্রাপ্তি।