.
বাংলাদেশের ঈদের সিনেমা দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ঈদকে কেন্দ্র করে দুই বাংলার দুই সুপার স্টার শাকিব খান ও জিৎ অভিনয় করছেন দুটি সিনেমায়। সিনেমা দুটির শূটিং এখনো শুরু হয়নি। এর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘোষণা হয়ে গেল সিনেমা দুটির মুক্তির তারিখও। শূটিংয়ের খবর নেই কিন্তু দুই বাংলার ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে তাদের মুখোমুখি লড়াইয়ের জল্পনা।
আসন্ন রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ আসছেন রায়হান রাফী পরিচালিত ‘লায়ন’ নিয়ে। সিনেমা দুটির ঘোষণা এসেছে নির্মাতা পক্ষ থেকে। দর্শক বলছে, আসন্ন ঈদে শাকিবের ‘বরবাদ’ আর জিতের ‘লায়ন’-এ কঠিন লড়াই হবে! কারণ, দীর্ঘ ৭ বছর পর আবার দুই বাংলার বড় দুই তারকা নিজেদের সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন প্রেক্ষাগৃহে।
২০১৬ সালের ঈদে ‘শিকারি’ ও ‘বাদশা’ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারি’ দিয়ে শাকিব বাজিমাত করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।
‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসব। ‘বরবাদ’-এ শাকিবের নায়িকা ইধিকা পাল। ‘লায়ন’-এ জিতের নায়িকা ঢাকার হলেও, নাম ঘোষণা করেননি পরিচালক রাফী। তিনি বলেন, সিনেমায় দুই নায়িকা। দুজনই বাংলাদেশ থেকেই চূড়ান্ত হচ্ছে। সঙ্গে জিতের প্যারালাল নায়ক হিসেবে থাকছেন ঢালিউডের শরিফুল রাজ। ফলে নায়ক-নায়িকা ও পরিচালকের বিচারে এই যাত্রায় অনেকটাই এগিয়ে আছেন ‘লায়ন’। কারণ নির্মাতা রাফীর টানা হিটের সঙ্গে আছেন জিৎ, শরিফুল রাজের মতো শক্তি। অন্যদিকে টানা হিট নায়ক শাকিবের সঙ্গে আছেন একমাত্র ইধিকা! ‘বরবাদ’-এর শূটিং তারিখ স্পষ্ট না হলেও ‘লায়ন’ শূটিংয়ে যাচ্ছে ডিসেম্বরে।