ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিশ্ব শিশু দিবসে শফিক তুহিনের গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ৬ অক্টোবর ২০২৪

বিশ্ব শিশু দিবসে শফিক তুহিনের গান

শফিক তুহিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকবি, সুরকার ও গায়ক শফিক তুহিন। অডিও, সিনেমা এবং দেশের গানের পাশাপাশি বিষয়ভিত্তিক নানা ধরনের গান করেছেন তিনি। তার লেখা, সুর করা এবং গাওয়া অনেক গানই হয়েছে তুমুল জনপ্রিয়। এবার শিশুদের নিয়ে গান করলেন শফিক তুহিন। আর এই গানে পারফর্ম করবেন একশ’ শিশু। বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই গান তৈরি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আর এই গানটি লেখা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন রাফী।

আজ সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।
এ সম্পর্কে শফিক তুহিন বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আমাদের দেশ এবং পুরো পৃথিবী এগিয়ে যাবে। শিশুদের জন্য কোনো কাজ করতে পারার আলাদা একটা আনন্দ আছে।

আমার গানটিতেও শিশুদের জন্য নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এ ছাড়া রাষ্ট্রীয় কাজ করতে পেরে সব সময়ই ভালো লাগে। আমার বিশ্বাস গানটিও সবার ভালো লাগবে। শিশুদের অনুপ্রেরণা দেবে। গানটি একশ’ শিশু পারফর্ম করবেÑ এটাও দারুণ বিষয়।

×