ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

চা বাগানে ১০ দিন জোভান-তটিনীর নতুন কিছু

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৩, ৬ অক্টোবর ২০২৪

চা বাগানে ১০ দিন জোভান-তটিনীর নতুন কিছু

ফারহান আহমেদ জোভান ও তানজীম সাইয়ারা তটিনী।

চায়ের দেশ শ্রীমঙ্গলে টানা ১০ দিন কাটালেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও তানজীম সাইয়ারা তটিনী। কিন্তু কেন? প্রশ্ন রাখতেই জোভান জানালেন, ‘দর্শকের জন্য নতুন কিছু নিয়ে আসছি’।
এ জুটির চলতি সময়ে বেশ কিছু নাটক দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো-‘হঠাৎ ভালোবাসা’, ‘ভিতরে বাহিরে’, ‘একটাই তুমি’ ও ‘বলতে চাই’। 

দর্শকের জন্য নতুন কি নিয়ে আসছেন? জানতে চাইলে জোভান বলেন, ‘দুটি নাটকের শুটিংয়ের জন্য আমাদের টানা ১০ দিনে শ্রীমঙ্গলে থাকতে হয়েছে। গড়পড়তা কাজ বাদ দিয়ে এখন ভালো কিছু করার জন্য চেষ্ট করছি। সম্প্রতিক সময়ে আমার নাটক যারা দেখছেন তারা জানেন প্রতিটা নাটকের জন্য কতটা পরিশ্রম করছি। দুটি নাটকের গল্পেই দর্শক আমাদের চরিত্রে যেমন নতুননত্ব দেখবে, একইসঙ্গে লোকেশন ও নির্মাণেও ভিন্নতা পাবে।’

দুটি নাটক পরিচালনা করেছেন মহিদুল মহিম। খুব শিগগির দুটি ইউটিউব চ্যানেলে নাটক দুটি প্রচারে আসবে। নাটক দুটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি বরাবরই একটু সময় নিয়ে আমার কাজ শেষ করি। কোনো নাটকের শুটিং তাড়াহুড়োর মধ্যে করিনি। এ দুটি নাটকের গল্পের প্রয়োজনেই আমাকে শ্রীমঙ্গলে শুটিং করতে হয়েছে। এছাড়া কিছু দৃশ্য ধারণ করেছি সুনামগঞ্জে। জোভান ও তটিনি খুব পরিশ্রম করেছেন। দুজনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন তারা সব করেছে।’

 

বুলবুল//রাজু

×