ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হাঁসের মাংস রান্না করলেন পরীমণি, স্বাদ কেমন জানেন?

প্রকাশিত: ২২:২৫, ৫ অক্টোবর ২০২৪

হাঁসের মাংস রান্না করলেন পরীমণি, স্বাদ কেমন জানেন?

চিত্রনায়িকা পরীমণি।

‘যে রাঁধে সে চুলও বাঁধে’ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে বহুল প্রচলিত এ প্রবাদটি সত্যি বলেই ধরে নেওয়া যায়। একে তো ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা তিনি, অন্যদিকে সংসার সামলানোর ক্ষেত্রেও তার জুড়ি নেই। নিজের জীবনের বিভিন্ন খুটিনাটি মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। এই যেমন সম্প্রতি বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করলেন পরী।

সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। যেখানে পরীমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।

শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে হাঁসের মাংস রান্নার ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিাত চলছে দেশজুড়ে। সে কারণেই পছন্দের হাঁসের মাংস রান্না করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। আর সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভুল করলেন না তিনি। 

খুব শিগগিরই পরীমণিকে দেখা যাবে রঙীলা কিতাবে। এছাড়া সম্প্রতি কলকাতায় গিয়েও সিনেমায় কাজ করে এসেছেন এই অভিনেত্রী। 

এম হাসান

×