ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফের বিশ্ব দেখবে ‘জোকার’

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ৩ অক্টোবর ২০২৪

ফের বিশ্ব দেখবে ‘জোকার’

অস্কার

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’। নির্মাতা টড ফিলিপসের অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে মনোনয়ন পায়। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। পরিচালক টড ফিলিপসের কাছে এই নির্মাণ যেমন গর্বের, তেমনই অভিনেতা ফিনিক্সের জীবনেও জোকার চরিত্র এক মাইলস্টোন।

সিনেমাটি বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। অল্প সময়ে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। এরপর থেকেই সিনেপ্রেমীদের অপেক্ষা শুরু হয় ‘জোকার টু’র জন্য। বহুল প্রত্যাশিত সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়েও জল্পনার শেষ নেই। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৪ অক্টোবরে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাচ্ছে। জোকার সিনেমার এবারের টাইটেল ‘জোকার : ফোলি এ ডিউক্স’।

এবার গল্পে থাকছে নতুন চমক, থাকছে ডবল ধামাকা। যা মূল ছবির চেয়ে অনেকটাই আলাদা। আরও নাটকীয় এবং সংগীতময়। প্রথম ছবির মতো এই সিক্যুয়েলটিও পরিচালনায় আছেন টড ফিলিপস। প্রথমটির মতো দ্বিতীয়টিরও চিত্রনাট্য লিখছেন ফিলিপস এবং স্কট সিলভার। জোকারের ভূমিকায় এবারও থাকছেন জোয়াকিন ফিনিক্স। সেই সঙ্গে এ ছবির বিশেষ আকর্ষণ হতে চলেছেন জনপ্রিয় গায়িকা লেডি গাগা। সিনেমাটি ঘিরে অভিনেত্রীও উচ্ছ্বসিত। নিজের অভিনীত চরিত্র নিয়ে দারুণ আশাবাদীও তিনি। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই ঝড় তুলেছে চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে।

×