ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

শামস সুমনের কণ্ঠে কিংবদন্তিদের গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৫, ১ অক্টোবর ২০২৪

শামস সুমনের কণ্ঠে কিংবদন্তিদের গান

শামস সুমন

বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান রয়েছে শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী শামস সুমনের। তবে মৌলিক গান গাওয়া এবং প্রকাশের পাশাপাশি মাঝে মাঝে তিনি বাংলাদেশ ও ভারতের কিংবদন্তি সংগীতশিল্পীদের জনপ্রিয় গানও কাভার করে নিজের ইউটিউব এবং ফেসবুকে প্রকাশ করে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুর¯্র্রষ্টা লাকি আখন্দের সুর করা জনপ্রিয় একটি গান হচ্ছে ‘কে বাঁশি বাজায়রে’। গানটি লিখেছিলেন এস এম হেদায়েত ও গেয়েছিলেন হেপি আখন্দ।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মোস্তফা অভিনীত ‘ঘুড্ডি’ সিনেমার গান এটি। সিনেমাটি মুক্তির পর এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। হেপি আখন্দের গাওয়া এই গানটিই এবার কাভার করেছেন শামস সুমন। গানটির পুণর্সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। গানটি দু’দিন আগে শামস সুমনের ইউটিউব চ্যানেল ‘ঘুড্ডি নেটওয়ার্ক’-এ প্রকাশিত হয়েছে। এছাড়াও একই চ্যানেলে লাকি আখন্দ ও ফেরদৌস ওয়াহিদের লেখা এবং দু’জনের গাওয়া (লাকি আখন্দের সুর সংগীতে) ‘আগে যদি জানতাম’ গানটিও কাভার সং হিসেবে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

দুটি গানই প্রকাশের পর শামস সুমন বেশ ভালো সাড়া পাচ্ছেন। শ্রোতা দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সুমন প্রতিনিয়ত। শামস সুমন বলেন, শ্রদ্ধেয় হেপি আখন্দকে দ্য প্রিন্স অব বাংলাদেশী মিউজিক বলা হয়। তার গান কাভার করা ভীষণ সাহসের ব্যাপার। ভুল ত্রটি হলে শ্রোতা দর্শকের কাছে ক্ষমা চাই। তবে আমি চেষ্টা করেছি সুর ঠিক রেখে নিজের মতো করে গাইবার। আর লাকি স্যার ও ফেরদৌস ওয়াহিদ স্যার বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। লাকি স্যার আমাদের মাঝে নেই।

×