ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বন্যার্তদের নিয়ে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের স্ট্যাটাস

প্রকাশিত: ১৩:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের নিয়ে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের স্ট্যাটাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।’

মুহাম্মদ ইউনুস নামে আরেকজনের বলেন, ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোন কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক।’ 

উল্লেখ্য, তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদ-নদী বিধৌত রংপুর অঞ্চলের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপৎসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চল ঢুকে পড়েছে। 
 

শহিদ

×