ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

বিচারকের আসনে শ্রাবণী সায়ন্তনী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

বিচারকের আসনে শ্রাবণী সায়ন্তনী

.

২০১৭ সালে সংগীত বিষয়ক একটি রিয়্যালিটি শোতে প্রতিযোগিতার মধ্য দিয়ে পেশাগতভাবে গানের ভুবনে সম্পৃক্ত হয়েছিল এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনীআর এবার তিনিই একটি রিয়্যালিটি শোর বিচারকের ভূমিকায় কাজ করেছেনসম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে দুই বাংলার জন্য আয়োজিত বর্ষা সুন্দরী অপরূপা অর্থা দুই বাংলা থেকে বর্ষা সুন্দরী খোঁজার এই রিয়্যালিটি শোরই একটি রাউন্ডের বিচারকের ভূমিকায় ছিলেন শ্রাবণী সায়ন্তনী

হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল নিয়ে বিশ্বভারতীতে পড়াশোনা করছেন শ্রাবণীযে কারণে এই মুহূর্তে ভারতে যাওয়ার জন্য আপাতত নতুন ভিসা না দিলেও ভারতে অবস্থান করার কারণে শ্রাবণী সায়ন্তনী অনায়াসেই এই রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করতে পেরেছেন একজন বিচারক হিসেবেবিশ^ভারতী থেকে শ্রাবণী তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, বর্ষা সুন্দরী অপরূপা-প্রতিযোগিতার একজন বিচারক হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি

ধন্যবাদ এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককেএটা আমার জীবনের জন্য এক অন্যরকম অভিজ্ঞতাশ্রাবণীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত গান ছিল তোকেই শুধু চাইএতে তার সহশিল্পী ছিলেন আকাশ মাহমুদগানটি লিখেছেন আল আমিন জোয়ারদার সবুজ ও আশিক মাহমুদসুর সংগীত করেছেন আকাশ মাহমুদশ্রাবণী সায়ন্তনীর ভাষ্যমতে, এই গানটি তার এ যাবতকাল গাওয়া সকল গানের অন্যতম প্রিয় একটি গানআর তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল চোখগানটি শুনতে ও বিস্তারিত জানা যাবে এইচএম ভয়েজইউটিউব চ্যানেলে

×