ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

চার গানে কণ্ঠ দিলেন মনির খান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

চার গানে কণ্ঠ দিলেন মনির খান

মনির খান

দীর্ঘ ১৫ বছর পর বেতারে গান রেকর্ড করলেন কণ্ঠশিল্পী মনির খান। এর মধ্যে একটি গান প্রকাশ হওয়ার আগেই চলছে প্রশংসা। কেননা গানটি তৈরি হয়েছে  বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে। ‘এক মহাকাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে/বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে’, এমন কথায় গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ। আর সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

মনির খান বলেন, বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার মুন্সি ওয়াদুদ ভাই আর সুরকার মকসুদ জামিল মিন্টু ভাইয়ের কথা তো নতুন করে বলার কিছু নেই। সব মিলিয়ে অনেক সুন্দর একটি গান করেছি আমরা। তিনি বলেন, একটা কথাই বলব, কখনো কোনো শিল্পীকে যেন কোনোভাবে তার সৃজনশীল কাজে বাধা প্রদান করা না হয়।

×